Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি তেল ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৬

ছবি: সংগৃহীত

লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। একইসঙ্গে গাজায় যুদ্ধ শেষ না হওয়া এবং ফিলিস্তিনি জনগণের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই ধরনের অভিযান চলবে বলেও ঘোষণা করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী এ দাবি করেন। খবর মেহের নিউজ এজেন্সি।

ইয়েমেনি সেনাবাহিনী বলেন, ‘আমরা লোহিত সাগরের উত্তরাংশে একটি ইসরায়েলি তেল ট্যাংকারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি লক্ষ্যবস্তু করেছি।’

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং গাজায় ইসরায়েলি শত্রুদের গণহত্যা ও দুর্ভিক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার ওপর জোর দিতে এই সামরিক অভিযান চালানো হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই হামলায় ট্যাংকারটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে।’

সারি জোর দিয়ে বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ না হওয়া এবং ফিলিস্তিনি জনগণের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই ধরনের অভিযান চলতে থাকবে।’

এর আগে, ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাম্ব্রে জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী এবং ইসরায়েলের মালিকানাধীন একটি ট্যাংকার সৌদি আরবের ইয়ানবু বন্দর শহরের দক্ষিণ-পশ্চিমে একটি বিস্ফোরণের খবর দিয়েছে।

সারাবাংলা/এইচআই

ইয়েমেন ইসরায়েল ইসরায়েলি তেল ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর