Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৬

ডাকাতি মামলার আসামি রিয়াজ হোসেন ওরফে রিয়াজুল

বরিশাল: ‎ঝালকাঠির নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডাকাতি মামলার আসামি রিয়াজ হোসেন ওরফে রিয়াজুলকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রিয়াজ হোসেন ওই এলাকার আবুল হোসেন হাওলাদার ওরফে আবু ড্রাইভারের ছেলে।

‎নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, আসামি রিয়াজের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। নলছিটি থানায় তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। বাকি চারটি মামলা দেশের বিভিন্ন থানায়। গ্রেফতারের সময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও স্টিক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর