বহু বছর ধরে রেকর্ডটা ছিল শুধুই সাকিব আল হাসানের। ক্যারিয়ারের সায়াহ্নে এসে সেই সাকিবকে ছুঁয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবী। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়লেন তিনি।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজে মাঠে নেমেছে আফগানরা। সংযুক্ত আরব আমিরাতে হওয়া পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নবী।
এই সময় পাকিস্তানের ফাখার জামানকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-২০তে শততম উইকেটের দেখা পান নবী। এতেই সাকিবের পাশে বসেন তিনি। আন্তর্জাতিক টি-২০ তে আগেই ২০০০ হাজার রান ছুঁয়েছেন নবী।
আফগানদের হয়ে এখন পর্যন্ত ১৩৪ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন নবী। দীর্ঘ এই ক্যারিয়ারে ১০১ উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে ২২.২৪ গড় ও ১৩৫.৮৭ স্ট্রাইক রেটে করেছেন ২২৪৬ রান।