ঢাকা: সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও মো. ওমর ফারুকসহ জাতীয় প্রেস ক্লাবের ১৭ জনের সদস্যপদ স্থগিত করেছে ক্লাবের ব্যবস্থাপনা কমিটি। সিনিয়রদের মধ্যে আরও রয়েছেন রফিকুল ইসলাম রতন, আবদুল জলিল ভূঁইয়া ও শাহেদ চৌধুরী।
বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রেস ক্লাবের নোটিশ বোর্ডেও টানানো হয়েছে।
সদস্যপদ স্থগিত হওয়া অন্যরা হলেন- জিহাদুর রহমান জিহাদ, মোহাম্মদ আবু সাঈদ, মাঈনুল আলম, মুহম্মদ আকতার হোসেন, সিদ্দিকুর রহমান, মো. মোশারফ হোসেন, জাহাঙ্গীর খান বাবু, এএসএম হানিফ, সেবীকা রানী, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), মধুসুদন মণ্ডল ও শেখ মামুনুর রশীদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির গত ১ সেপ্টেম্বর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।