Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিন পর খুলল নীলফামারীর উত্তরা ইপিজেড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০০

নীলফামারী: শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এভারগ্রিন প্রোডাক্টস (বিডি) লিমিটেডের এক শ্রমিক নিহতের ঘটনায় টানা দুই দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনরায় চালু হয়েছে নীলফামারীর উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)।

শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উত্তরা ইপিজেড চালু হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার আজ থেকে উত্তরা ইপিজেড খোলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিকদের দাবিগুলো নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবং সমস্যার সমাধান হয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘ ৫ ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। তিনি বলেছেন, শ্রমিকদের সকল দাবি মেনে বৃহস্পতিবার থেকে উৎপাদনে ফিরছে নীলফামারীর উত্তরা ইপিজেড।

নিহত শ্রমিক মো. হাবিবের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, নিঃসন্দেহে এটা একটা দুঃখজনক ঘটনা। এ ঘটনা কি অনাকাঙ্ক্ষিত দাবি করে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, যিনি নিহত হয়েছেন তার পরিবারকে প্রাথমিকভাবে কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আইনানুগকভাবে তাদের যত ক্ষতিপূরণ পাওনা আছে তার পুরোটাই প্রদান করা হবে বলে নিশ্চিত করেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো শ্রমিকের বিরুদ্ধে কোনো রকমের মামলা যেন না হয় আমরা সেটা বলেছি, কর্তৃপক্ষ তা মেনে নিয়েছি। শ্রমিকেরা যাতে কারখানায় নির্ভয়ে কাজ করতে পারে এমন দাবিও ছিল রাজনৈতিক নেতাদের।

এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একজন শ্রমিক নিহতের ঘটনায় বুধবার সারাদিন বন্ধ থেকে উত্তরা ইপিজেডের ২৪টি কারখানা। সমস্যা সমাধানে বৈঠকে বসেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাবাহিণী, আন্দোলনরত শ্রমিক প্রতিনিধিসহ বেপজা কর্তৃপক্ষ।

সারাবাংলা/ইআ

উত্তরা ইপিজেড নীলফামারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর