ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এবং সাবেক এমপি হাবিব হাসানের নাতি মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে (৩১) রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘৪ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে ৩টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের বস্তি এলাকা হতে এলাকা থেকে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়। তিনি উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।’
তালেবুর রহমান বলেন, ‘গ্রেফতার ফয়সাল আহম্মেদ পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর প্রাণঘাতি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে। এতে গুলিতে সানজিদ হোসেন মৃধা গুরুতর আহত হয়। আহত সানজিদ হোসেন মৃধাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘এ ঘটনায় সানজিদ হোসেন মৃধার বাবা মো. কবির হোসেন মৃধা বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’