ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যার পর লাঠিসোঠা হাতে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিক্ষুব্ধ মিছিলকারীরা প্রথমে কার্যালয়টিতে ভাঙচুর চালায়, এরপর সেখানে আগুন ধরিয়ে দেয়। তবে এ সময় বেরিকেড অবস্থায় পুলিশ সদস্যরা থাকলেও তারা সরে যান।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ। ছবি: সারাবাংলা
তারা আরও জানায়, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ এলাকায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি গণসংহতি সমাবেশ করে গণঅধিকার পরিষদ। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে লাঠিসোঠাসহ এসে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সারাবাংলা
রমনা থানা পুলিশ জানিয়েছে, হামলাকারীরা কারা তা জানে না পুলিশ। তবে হামলাকারীরা কার্যালয়ের ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড, জানালার গ্লাস সবকিছু ভেঙ্গে ফেলে। এরপর চারতলা ভবনটির সবকিছু ভাঙচুর করা হয়।

অগ্নিসংযোগ। ছবি: সারাবাংলা
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘শুনেছি জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়েছে। আমরা বিষয়টি দেখছি। শুক্রবার হওয়ায় লোকজন কম ছিল। এ ধরনের হামলা করা হবে তাও ধারণায় ছিল না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’