Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলুর দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

জয়পুরহাট: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, দেশে আলুর দাম কমে যাওয়ায় সরকার দাম বাড়িয়ে টিসিবির মাধ্যমে বিক্রি ও রফতানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে হেলিকপ্টার থেকে নেমে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

শেখ বশির উদ্দিন বলেন, দাম বৃদ্ধির লক্ষ্যে সরকার আলু টিসিবির মাধ্যমে বিক্রি ও আরও বেশি বিদেশে রফতানি করার পরিকল্পনা করছে। গত বছরের তুলনায় এ বছর আলুর উৎপাদন ও ফলন বেশি হওয়ায় আলুর দাম কমেছে।

হেলিকপ্টার থেকে নামার পর প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোর্তুজাপুর গ্রামে জুমার নামাজ আদায় করেন বাণিজ্য উপদেষ্টা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসএস

আলু দাম পরিকল্পনা বাড়ানো বাণিজ্য উপদেষ্টা সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর