Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে মাজার ভাঙচুরে নিন্দা ও তদন্ত দাবি এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫০

ঢাকা: রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা ও লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতা স্পষ্ট হয়ে উঠেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তি দলটি জানায়, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার গোয়ালন্দে ‘ঈমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে কিছু লোক মাজারমুখী হয় এবং সেখানে হামলা চালিয়ে মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

এনসিপি অভিযোগ করেছে, তিন দিন আগেই সহিংসতার আশঙ্কা থাকলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, “এই ধরণের বর্বরতা শুধু ফৌজদারি অপরাধই নয়, বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধেরও পরিপন্থী।”

এনসিপি ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত এবং প্রত্যেক জড়িত ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, দেশে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। দলটির বক্তব্যে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মাজার ভাঙচুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, ঢাকায় আওয়ামী লীগের মিছিল এবং রাজবাড়ীর এই ঘটনাসহ বিভিন্ন কর্মতৎপরতা সেই ধারাবাহিকতার অংশ।

অন্তর্বর্তী সরকারকে এসব ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনদাতাদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, ‘এই অস্থিরতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ তৈরি হতে পারে।’

সারাবাংলা/এফএন/এনজে

এনসিপি নিন্দা রাজবাড়ীতে মাজার ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর