Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিআর পদ্ধতি নিশ্চিত হলে ডিসেম্বরেই জামায়াত নির্বাচনে প্রস্তুত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩

নীলফামারী সদর আসনের সমাবেশ।

নীলফামারী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতেই নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ডিসেম্বরে হলেও জামায়াত নির্বাচন করতে প্রস্তুত আছে। নীলফামারীর চারটি আসনেই আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ।

নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা কার্যালয়ে নীলফামারী সদর আসনের সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনি কাজে আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার মেসেজ দিতে হবে। প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে আমাদের আবেদন পেশ করতে হবে। এক্ষেত্রে আমাদের নির্বিঘ্নে ও সর্বাত্মকভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলা সাবেক আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

এ সময় আরও উলস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য জনাব মনিরুজ্জামান মন্টু, জেলা কর্মপরিষদ সদস্য ও অফিস বিভাগীয় সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম, জেলা কর্মপরিষদ সদস্য ও নীলফামারী সদর আমীর আমীর মাওলানা আবু হানিফা শাহ, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক শাহসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে

জামায়াত ডিসেম্বর নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর