বাগেরহাট: সুন্দরবন ও উপকূলীয় এলাকায় পৃথক অভিযানে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় অস্ত্র-গুলিসহ বনদস্যু দলের চার সদস্য, ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং দেশীয় অস্ত্র ও গাঁজাসহ এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলা-এর নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খালে অভিযান চালিয়ে কোস্ট গার্ড সদস্যরা কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ৪ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়। আটকরা হলেন—বাগেরহাট ও খুলনার মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) ও মো. কালাম গাজী (২৪)। তারা দীর্ঘদিন ধরে দস্যু বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন।
অন্যদিকে, রাত ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ পিস ইয়াবা, নগদ ১৭ হাজার ৫৮০ টাকা ও মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়া ভোর ৫টার দিকে খুলনার লবণচরা এলাকার স্লুইস গেটসংলগ্ন স্থানে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারটি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ এক কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংস্থাটি জানায়, দেশের উপকূলীয় এলাকা ও সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।