Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৫

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযোদ্ধাকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেমন গালি দেওয়া হয়, জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমানকে নিয়ে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ। কিন্তু মুক্তিযোদ্ধা সম্পর্কে, তার সম্পর্কে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমি যদি ওই কালুরঘাট বেতরে বক্তৃতা করতাম তাও আমি জিয়াউর রহমানের সমান হতাম না।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধু ও বাংলাদেশ চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান, অসুবিধা নাই। আর যদি বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ- এটা বিশ্বাস করে রাজনীতি করেন আমরা তাদের সঙ্গে আছি।’

কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

কাদের সিদ্দিকী জিয়াউর রহমান বঙ্গবীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর