Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যদি আমরা ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের পুনরুত্থান না চাই, তাহলে আমাদের ভালো রাজনৈতিক চর্চা, নীতি ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠা ও লালন করতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়েই এমন একটি সমাজ গড়ে তোলা সম্ভব যেখানে আর কোনোদিন স্বৈরতন্ত্রের জন্য সুযোগ থাকবে না।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে ধানমন্ডি ক্লাব মাঠে অনুষ্ঠিত ‘ফুটবল প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে শুধু আইন-কানুন বা সংবিধান পরিবর্তন যথেষ্ট নয়, আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে। সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘নেতাকর্মীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং কেউ কারও রাজনৈতিক পথচলায় বাধা না দেয়—এটাই হলো গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা। আমাদের ভেতর থেকে জবরদস্তিমূলক মনোভাব দূর করতে হবে।’

রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘জনগণ যেন আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করে, সেটাই ভালো রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। বিএনপি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে, জনবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে চায়।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে খাল ও নর্দমা পরিষ্কারের মতো সামাজিক উদ্যোগ এবং ফুটবল প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো ধরনের জনদুর্ভোগ না হোক। বরং এমন কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর হোক।’

সারাবাংলা/এফএন/এইচআই

ফ্যাসিবাদ বিএনপি সালাহউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর