Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২

ভাঙচুরের পরবর্তী অবস্থা।

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর সংঘটিত হয়েছে।

শনিবার ৬ (সেপ্টেম্বর) রাত ১২টার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোড অবস্থিত কাদের সিদ্দিকীর বাড়িতে ১০-১৫ জনের একটি দল হামলা চালায়। হামলাকারীরা মুখ বেঁধে আসে। এ সময় বাসার জানালায় পাটকেল নিক্ষেপ করে। এতে জানালার গ্লাস ভেঙে যায়। নিচে গ্যারেজে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বঙ্গবীর কাদের সিদ্দিকীর ব্যক্তিগত গাড়ি চালক লিটন মিয়া জানান, রাত ১২টার দিকে ১৫ থেকে ১৭ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাসার গ্লাস ভেঙ্গে ফেলে। দুই-তিনজন বাসার ভেতরে প্রবেশ করেছিল। তাদের বয়স ১৫ থেকে ২০ বছর হবে।

বিজ্ঞাপন

হামলার ঘটনায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর দুটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় কাদের সিদ্দিকী বাসাতেই অবস্থান করছিলেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে হামলার বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন কাদের সিদ্দিকী।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর