বহুদিন ধরেই বাংলাদেশ দল থেকে দূরে আছেন তিনি। আসন্ন এশিয়া কাপেও খেলবেন না সাকিব আল হাসান। তবে মাঠে না থেকেও আলোচনায় এলেন সাকিব। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকইনফো প্রকাশিত এশিয়া কাপের সর্বকালের সেরা একাদশে জায়গা করে নিলেন সাকিব।
একাদশটি নির্বাচন করার ক্ষেত্রে দুটি বিশেষ শর্ত মেনেছে ক্রিকইনফো। শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, বরং সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের পারফরম্যান্সও বিবেচনা করা হয়েছে। একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে নির্বাচন করা হয়েছে।
দেশ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ পারফর্ম করা সাকিব বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই একাদশে জায়গা করে নিয়েছেন।
ক্রিকইনফোর এই একাদশে ভারত থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি এবং জাসপ্রীত বুমরাহ আছেন একাদশে। দলের অধিনায়ক হিসেবে আছেন ধোনি।
অন্যদিকে শ্রীলঙ্কা থেকে আছেন তিনজন, সনাৎ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে এবং লাসিথ মালিঙ্গা।
পাকিস্তানের শহীদ আফ্রিদি ও উমর গুল আছেন এই একাদশে। আফগানিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন রশিদ খান।
দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে আছেন পাকিস্তানের সাঈদ আজমল। একাদশে না থাকলেও উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে।
এশিয়া কাপের সর্বকালের সেরা একাদশঃ বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি, জাসপ্রীত বুমরাহ, সাকিব আল হাসান, সনাৎ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে , লাসিথ মালিঙ্গা, শহীদ আফ্রিদি, উমর গুল, রশিদ খান। দ্বাদশ ক্রিকেটার-সাঈদ আজমল।