Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে যুবলীগ নেতা লিটন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০

শাহাদাৎ হোসেন লিটন।

শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুরাশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, শরীয়তপুর পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহাদাৎ হোসেন লিটনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, লিটনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুরাশী এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। ওই সময় শাহাদাৎ হোসেন লিটনকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর