Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভয়ারণ্যে মাছ শিকারের দায়ে দুই জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৮

আটক দুই জেলে

সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তিনটি নৌকা জব্দ করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেঁকীর মুক্তবাঙাল খাল থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা এলাকার মৃত নওশেদ গাজীর ছেলে নওয়াব আলী গাজী (৫০) ও খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের আবু তালেব গাজীর ছেলে আবুল কাশেম (৫৫)।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ‘জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে মাছ ধরছিলেন। এ সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযানের বিষয়টি বুঝতে পেরে কয়েকজন নৌকা ফেলে বনের মধ্যে পালিয়ে যায়। এসময় তিনটি নৌকাসহ আটক হন দুজন। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে সুন্দরবনের একটি নির্ভরযোগ্য সূত্র অভিযোগ করে জানিয়েছে, একই সময়ে সুন্দরবনের অভয়ারণ্যে বিপুল কোম্পানির পাঁচটি চরপাটার নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়। তাদের দাবি, সুন্দরবনের অভয়ারণ্যে দাঁপিয়ে বেড়ানো বিপুল কোম্পানি নামীয় এই অসাধু চক্রটি বন বিভাগের কর্মকর্তাদের উৎকোচের বিনিময় অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরে থাকেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ‘অভিযানে কেবলমাত্র ওই দুই জনকেই স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা আটক করেছে। তবে কোনো কোম্পানির নৌকাসহ লোক ছেড়ে দেওয়া হয়েছে কিনা সে ‍বিষয়ে আমার জানা নেই। ওটা স্মার্ট পেট্রোল টিম এলাকায় না ফেরা পর্যন্ত বলা যাবে না। কারণ তারা এখনও সুন্দরবনের অভয়ারণ্যে নেটওয়ার্কের বাইরে।’

সারাবাংলা/এসএস

অভয়ারণ্য আটক জেলে দায়ে মাছ শিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর