রংপুর: নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ২টায় রংপুর মহানগরীর ধাপ লালকুঠি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা করে রংপুর মহানগর কোতোয়ালি থানার পুলিশ।
শাহিদ মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নীলফামারী জেলার সাধারণ সম্পাদক এবং নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সদর উপজেলার থানাপাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা হামলা এবং পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে পরিকল্পনা এবং অর্থ যোগানদাতাদের মধ্যেও অন্যতম ছিলেন তিনি। সোমবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হবে।