Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টা হুমা খানের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৭

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে হুমা খানের সঙ্গে ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকারবিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান। শুরুতেই হুমা খান ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। পরে আন্তরিক পরিবেশে উভয়পক্ষ পারস্পরিক মতবিনিময় করেন।

আলোচনায় বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপট উঠে আসে। এ সময় জাতিসংঘ আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ জামায়াত আমিরের বক্তব্য প্রদানের জন্য হুমা খান কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর প্রস্তাবিত সংস্কার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চান। এর জবাবে ডা. শফিকুর রহমান তাকে অবহিত করেন।

বিজ্ঞাপন

সাক্ষাতের শেষে আমিরে জামায়াত জাতিসংঘ প্রতিনিধিদলকে ‘জুলাই শহিদদের’ স্মরণে প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি বই উপহার দেন।

এ সময় জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর