Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালককে খুন করে রিকশা ছিনতাই, মালিকের কাছে বিক্রি করতে গিয়ে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডায় চালককে খুন করে ব্যটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ঘাতক দুই ছিনতাইকারী ওই রিকশার মালিকের কাছে সেটি বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাড্ডা কাঠালদিয়ার বসুন্ধরার গেটের বিপরীত পাশ থেকে মাসুদ কাজল (৪২) নামের ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহতের শ্যালক মো. সেলিম জানান, মাসুদের বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায়। তিনি ভাটারার ফাসেরটেক এলাকায় থাকতেন। তার স্ত্রী-সন্তান গ্রামে থাকেন। তিনি ঢাকায় ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রোববার বিকেলে নতুনবাজার এলাকার গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়েছিলেন মাসুদ। এর পর আর বাসায় ফেরেননি। রাতে দুই যুবক তার রিকশা নিয়ে বিক্রির জন্য ওই একই গ্যারেজে গেলে গ্যারেজ মালিক (নারী) নিজের রিকশা দেখে চিনে ফেলেন। এ সময় তাদের কাছে জানতে চান, ওই রিকশার চালক মাসুদ কোথায়? তখন তারা কোন উত্তর দিতে পারেন না।

কিন্তু ছিনতাইকারীরা রিকশাটি তাদের নিজের বলে দাবি করে। তখন গ্যারেজ মালিকসহ স্থানীয়রা তাদের দু’জনকে আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদের জিজ্ঞাবাদ করে জানতে পারে, বাড্ডার কাঠালদিয়ার বসুন্ধরা গেটের বিপরীত পাশে রিকশাচালককে মেরে ফেলে রেখে এসেছে। পরে এদিন বেলা ১২টার দিকে সেখান থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, রিকশাচালককে খুনের পর রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে দুই ঘাতক। তাদের দেখানো মতেই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ ধরা রিকশা ছিনতাই

বিজ্ঞাপন

স্কুল মাঠ থেকে অজগর উদ্ধার
৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৫

আরো

সম্পর্কিত খবর