Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর মডেল থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার, তরুণ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৮ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩২

অস্ত্র ও ম্যাগাজিনসহ গ্রেফতার যুবক। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র ও ম্যাগাজিনসহ মো. আবু হানিফ (২১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রোববার দুপুরে মিরপুর মডেল থানা জানতে পারেন পশ্চিম মনিপুর মোল্লাপাড়া এলাকায় কতিপয় দুষ্কৃতকারী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিনসহ মো. আবু হানিফকে গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান, এরপর একইদিনে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন দাউদপুর এলাকার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে একটি TAURUS পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় গ্রেফতার আবু হানিফ গত ৫ আগস্ট মিরপুর মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রটি দুষ্কৃতির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এসএস

অস্ত্র উদ্ধার গ্রেফতার তরুণ মিরপুর মডেল থানা লুট

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০২

সাংবাদিক আরেফিন তুষার আর নেই
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

আরো

সম্পর্কিত খবর