Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএস কোড ভিন্ন হলেও বন্ডেড প্রতিষ্ঠানের পণ্য খালাস করা যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৭

ঢাকা: আমদানিকৃত পণ্যের ঘোষণায় প্রদত্ত এইচএস কোড ও পণ্যের বর্ণনা কাস্টমস কর্তৃপক্ষের কায়িক পরীক্ষায় ভিন্নতর প্রমাণিত হলেও বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মালামাল খালাসে আর জটিলতা থাকবে না। রফতানি বাণিজ্যের স্বার্থে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত: সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে এইচএস কোড নিয়ে হয়রানির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এ জটিলতায় অনেক ব্যবসায়ীর পণ্য আটকে আছে বলে দাবি করেছেন অনেকে। এমন অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

বিজ্ঞাপন

এনবিআর জানায়, প্রায়ই বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত পণ্য ও ঘোষণায় প্রদত্ত কোডের সঙ্গে কায়িক পরীক্ষায় নিরূপিত কোডের অমিল দেখা দেয়। ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয়ে রফতানির নির্ধারিত সময়সূচি বিঘ্নিত হয়। এ পরিস্থিতি নিরসনেই নতুন এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

নির্দেশনা অনুসারে, বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত পণ্যের বর্ণনা ও এইচএস কোড অনুযায়ী আমদানিকৃত পণ্যের ঘোষণা জমা দেওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ ভিন্ন এইচ এস কোড নির্ধারণ করলে—যদি নিরূপিত কোডের প্রথম ৪ ডিজিট বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত এইচএস কোড এর প্রথম ৪ ডিজিটের সঙ্গে মিলে যায়, তবে অঙ্গীকারনামা দাখিল সাপেক্ষে দ্রুত পণ্য খালাস করা যাবে।

এছাড়া, কাস্টমস কর্তৃপক্ষ ভিন্ন এইচএস কোড নির্ধারণ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সিবিএমএস-এর মাধ্যমে সর্বোচ্চ দুই দিনের মধ্যে নতুন কোড প্রাপ্যতায় অন্তর্ভুক্ত করে পণ্য খালাস করতে পারবে।

এনবিআর-এর জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বলেন, নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণ করলে রফতানি কার্যক্রম আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে। দেশের সামগ্রিক রফতানি প্রবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সারাবাংলা/ইএইচটি/আরএস

এইচএস কোড এনবিআর নির্দেশনা বন্ডেড প্রতিষ্ঠানের পণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর