নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলা তীব্র বিক্ষোভ ও সহিংসতায় ১৯ জনের মৃত্যুর ঘটনার পর তিনি এই সিদ্ধান্ত নেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দেশটির সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
রাষ্ট্রপতিকে দেওয়া পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী অলি উল্লেখ করেন, দেশের বর্তমান সংকট নিরসনে সাংবিধানিক পথ তৈরির জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার সকালেও নেপালের রাজধানী কাঠমান্ডুসহ অন্যান্য শহরে বিক্ষোভ চলতে থাকে।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে তার জোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও পদত্যাগ করেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবারের বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার সকালে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ পত্রে লিখেছেন, ‘আমি ১৪ জুলাই ২০২৪ সংবিধানের ৭৬(২) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী নিযুক্ত হই। বর্তমানে দেশে বিরাজমান অস্বাভাবিক পরিস্থিতি এবং সাংবিধানিক রাজনৈতিক সমাধানের প্রয়োজনে ও সমস্যার সমাধান সহজতর করার লক্ষ্যে সংবিধানের ৭৭(১)(ক) ধারা অনুযায়ী আমি প্রধানমন্ত্রী পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।’