Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার তালিকা তৈরির সময় এনআইডি সংশোধন নয়

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৭ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৬

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজ ভোটার তালিকা তৈরির সময় না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি এ নির্দেশনা দেন।

ওই নির্দেশনায় বলা হয়েছে, ভোটারদের ডাটার ওপর ভোটার লিস্ট জেনারেশন, ভোটার লিস্ট আপডেট, বিভিন্ন রিপোর্ট জেনারেশন, ডাটা মাইগ্রেডেশন, স্টোরেজ আপডেট, সফটওয়্যারের ভার্সন ডেপলয়মেন্টসহ বিভিন্ন কারণে ভোটারদের ডাটা সিস্টেমে লক করা হয় যা সাময়িক সময়ের জন্য।

এতে আর বলা হয়েছে, কোন ভোটার সিস্টেমে লক থাকা অবস্থায় উক্ত ভোটারের সংশোধনের আবেদনের ওপর কোন প্রকার অ্যাকশন না নেওয়ার জন্য সব পর্যায়ের সংশোধনের আবেদন অনুমোদনকারী কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এসএস

এনআইডি তৈরি ভোটার তালিকা সংশোধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর