Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশি আটক

লোকাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৬

আটক ৫ বাংলাদেশি।

বেনাপেল: পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে যাওয়ার সময় শার্শা কায়বা সীমান্ত থেকে ৫ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান গোপন সংবাদ এর ভিত্তিতে জানা যায় যে, কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারে।

উক্ত সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি’র একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার শার্শা থানাধীন কায়বা গ্রামস্থ পূর্ব রুদ্রপুর থেকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় দুইজন পুরুষ এবং তিনজন মহিলাসহ সর্বমোট পাঁচজন বাংলাদেশি নাগরিকদের আটক করে। আটকরা হলেন- মো. মকছেদ আলী বিশ্বাস (৬৫), মো. আকাশ হোসেন (২৩), সালেহা আক্তার প্রিয়া (২৭), রোজিনা খানম (২৮), মোছা. সুফিয়া বেগম রিনা (৪৬)।

বিজ্ঞাপন

আটকদের শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে

আটক ভারত

বিজ্ঞাপন

ঢাকায় আজও হালকা বৃষ্টির পূর্বাভাস
১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৬

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৫

আরো

সম্পর্কিত খবর