Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি দুই মন্ত্রীকে স্পেনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১১

নিষিদ্ধ হওয়া ইসরায়েলি দুই মন্ত্রী। ছবি: সংগৃহীত

স্পেন দুই ইসরায়েলি মন্ত্রীর প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকে স্পেনের নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আলবারেস বলেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েল স্পেনের উপপ্রধানমন্ত্রী ইয়োলান্ডা দিয়াজ এবং শিশু ও যুব মন্ত্রী সিরা রেগোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের দেশটিতে প্রবেশে বাধা দেয় এবং আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধের ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী একে পালটা প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করে বলেন, গাজায় চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে মাদ্রিদের অবস্থান সুস্পষ্ট।

তিনি বলেন, ‘এটি আত্মরক্ষা নয়, বরং নিরস্ত্র একটি জনগোষ্ঠীর নিশ্চিহ্ন করার প্রচেষ্টা। এরই মধ্যে ৬০ হাজার মানুষ নিহত হয়েছে, দুই মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত, যার অর্ধেকই শিশু।’

সারাবাংলা/এনজে

ইসরায়েল মন্ত্রী স্পেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর