Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাপুরে খাল ভরাট করে যাত্রীছাউনি নির্মাণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৪

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রীছাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যায়ল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নোয়াখালীর সোনাপুরে খাল ভরাট করে যাত্রীছাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এ মানববন্ধন করা হয়।

এ সময় ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের কথা বলে জেলা প্রশাসন সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব-দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙে দেয়। জনস্বার্থে প্রশাসনের এই উদ্যোগে ব্যবসায়ীরা তখন সহযোগিতা করেছিলেন। কিন্তু এরপর থেকেই খালি জায়গাটি বিভিন্নভাবে দখল হতে থাকে।

বিজ্ঞাপন

গত কয়েক দিন ধরে নোয়াখালী পৌরসভা বালু ফেলে খাল ভরাট করে সেখানে একটি যাত্রী ছাউনি নির্মাণ করছে। ব্যবসায়ীদের অভিযোগ, যাত্রীছাউনি নির্মাণের আড়ালে পৌরসভার সচিবসহ একটি অসাধু চক্র এই খালি জায়গাটি দখল করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন না করে নতুন করে দখল প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সোনাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুজ্জাহের হারুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন মিহির ও ইফতেখার হোসেন ইফতু প্রমুখ।

অভিযোগ অস্বীকার করে নোয়াখালী পৌরসভার সচিব মো.আলাউদ্দিন বলেন, ব্যাসায়ীদরে অভিযোগ সত্য নয়। সোনাপুর জিরো পয়েন্টে খাল পাড়ে, সড়কের পাশে জনস্বার্থে যাত্রীছাউনি নির্মাণ করছে পৌরসভা।

সারাবাংলা/এসআর

খাল ভরাট নোয়াখালী যাত্রী ছাউনি সোনাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর