Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সরকারের প্রথম দিনেই বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১২

‘ব্লোকঁ তু’ (সবকিছু বন্ধ) আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ফ্রান্সে নতুন সরকারের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দেশজুড়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী প্যারিসসহ একাধিক শহর।

বুধবার (১০ সেপ্টেম্বর) ‘ব্লোকঁ তু’ (সবকিছু বন্ধ) আন্দোলনের অংশ হিসেবে তরুণ বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সড়ক অবরোধ, ব্যারিকেড তৈরি ও অগ্নিসংযোগ করে।

পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় দেশজুড়ে অন্তত ২০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

রাজধানী প্যারিস, রেন, নঁতে, মঁপেলিয়ে এবং মার্শেই শহরে বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে এবং আগুন ধরিয়েছে। রেনে একটি বাসে আগুন লাগানো হয়েছে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেললাইনে বৈদ্যুতিক লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বাজেটে ব্যয় সংকোচন নীতি এবং সামাজিক সেবার বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো বলেন, ‘এই আন্দোলনের উদ্দেশ্য স্পষ্ট — ইচ্ছাকৃতভাবে বিদ্রোহের পরিবেশ তৈরি করা।’

নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিক্ষোভের মুখোমুখি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ৮০,০০০ পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্দোলন মূলত তরুণ সমাজের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক অসন্তুষ্টির প্রকাশ। এর ফলে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের দৈনন্দিন জীবন, যাত্রী চলাচল ও সরকারি সেবা প্রভাবিত হচ্ছে।

আন্দোলনের কারণে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সাধারণ মানুষকে জরুরি ক্ষেত্রে ছাড়া রাস্তায় না বের হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

সারাবাংলা/এসএস

উত্তাল নতুন ফ্রান্স বিক্ষোভ সরকার

বিজ্ঞাপন

‘এই সময়ের হিটলার ট্রাম্প’
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১

আরো

সম্পর্কিত খবর