Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ডিসি ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, ইউএনওসহ আহত ১৭

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

স্টেডিয়ামে অগ্নিসংযোগও করা হয়।

কক্সবাজার: কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আইনশৃঙ্খলা বাহিনী ও দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যসহ ১৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত থেমে থেমে এই গণ্ডগোল চলে। এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এই টুর্নামেন্ট পরিচালনার কমিটির আহ্বায়ক কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, ‘রামু বনাম টেকনাফের এই ফাইনাল খেলা দেখতে গ্যালারি ভর্তি হওয়া কিছু দর্শককে বের করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে প্রশাসনের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-পুলিশের পাশাপাশি আনসার ও সেনাবাহিনী চেষ্টা করছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ। তবে ক্ষয়ক্ষতি ব্যাপক।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
৩০ জানুয়ারি ২০২৬ ০৮:২৫

আরো

সম্পর্কিত খবর