Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি যুগপৎ কর্মসূচিতে বা জোটে যাচ্ছে না : আদীব

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৩

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেন।

আরিফুল ইসলাম আদীব লেখেন, “চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিস লিডিং। এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছিল। কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর (Proportional Representation) বিষয়ে একমত।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার দাবির সঙ্গে এনসিপি একমত।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ
১৩ নভেম্বর ২০২৫ ১১:৩৮

আরো

সম্পর্কিত খবর