কুমিল্লা: কুমিল্লায় নিখোঁজের একদিন পর জামশেদ ভূঁইয়া নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামশেদ ভূঁইয়া কুমিল্লা মহানগরীর কালিয়াজুরী এলাকার সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় জামশেদ ভূঁইয়ার ভাই নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকে আমরা অনুসন্ধান শুরু করি। সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলেছে।