Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

দৌলতদিয়া

রাজবাড়ী: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে সাতটি ফেরিঘাটের মধ্যে মাত্র একটি সচল থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, যার মধ্যে যাত্রীবাহী গাড়ির পাশাপাশি পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এতে চালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পর থেকে দৌলতদিয়া ঘাটের এমন চিত্র দেখা গেছে। তবে ভোগান্তি লাঘবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যাই, জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন ফেরির জন্য লম্বা সিরিয়ালে আটকে রয়েছে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদয়িায় ১, ২, ৫ ও ৬ নম্বর ফেরি ঘাট দীর্ঘদিন ধরে অকেঁজো হয়ে পড়ে আছে। ৩, ৪ ও ৭ নম্বর ফেরি ঘাট জরাজীর্ণ অবস্থায় চলমান ছিল। এরমধ্যেই পদ্মায় তীব্র স্রেতের কারণে গতমাসের ২৩ আগস্ট থেকে ৭ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ৩ ও ৪ নম্বর ঘাট সচল থাকলেও ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের প্লেট ভেঙ্গে যাওয়ায় রোববার রাত ১২টা থেকে কাজ চলমান রয়েছে। শুধুমাত্র ৩ নম্বর ঘাট চালু থাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে।

এ ছাড়া পুকুরিয়া রাস্তার সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ওই সড়কটিও বন্ধ রয়েছে। ফলে বিকল্প পথে চলতে গিয়ে দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, দুটি ঘাটের মধ্যে একটি ঘাট চালু থাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। একটি ঘাটের মেরামত কাজ চলছে, আশা করি খুব দ্রুতই ঘাটটি সচল হয়ে যাবে।

তিনি আরও জানান, ঘাট কম থাকার ফেরি কম চালাতে হচ্ছে। বর্তমান এই নৌ-রুটে ছোট বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে।

সারাবাংলা/এইচআই

দৌলতদিয়া নৌরুট

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর