Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৯

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরুস টাউনশিপের একটি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া একটি পারিবারিক তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত চলমান থাকায় এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি রাজ্যের সব পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে আমাদের আরও ভালো করতে হবে।

হামলার ঘটনার তদন্তে রাজ্য সরকারকে সহায়তা করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)।

সারাবাংলা/ইআ

পুলিশ কর্মকর্তা নিহত বন্দুকধারীর গুলিতে নিহত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর