ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর নেতা কে টি রামা রাও সতর্ক করে দিয়ে বলেছেন, সরকার যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তবে ভারতেও নেপালের মতো ‘জেন জি’ বা নতুন প্রজন্মের বিক্ষোভ দেখা দিতে পারে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি যুব কনক্লেভে তিনি এ কথা বলেন।
কেটিআর নামে পরিচিত এই নেতা বলেন, ‘নেপালে যখন বিক্ষোভ শুরু হয়, তখন সেই আন্দোলনকারীদের উপহাস করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকারের পতন হয়েছে।’
তিনি বলেন, ‘নেপালে সম্প্রতি যা ঘটেছে তা গণতন্ত্র এবং ‘জেন জি’-এর কণ্ঠস্বরকে দমন করা ছাড়া আর কিছুই ছিল না। প্রথমদিকে মিডিয়াও এই প্রতিবাদকারীদের নিয়ে উপহাস করেছিল… তারা বলেছিল যে তারা ইন্টারনেটে সমস্যা নিয়ে প্রতিবাদ করছে। কিন্তু তারা আসলে তাদের ভবিষ্যতের জন্য প্রতিবাদ করছিল।’
ভারতে একই ধরনের প্রতিবাদ হতে পারে কিনা, এমন সরাসরি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি সরকার তাদের ব্যর্থ করে চলে, যদি সরকার ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হতে থাকে, তাহলে কেন নয়? হ্যাঁ।’
একই প্রশ্ন যখন মূলত তরুণদের নিয়ে গঠিত দর্শকদের কাছে করা হয়েছিল এবং তাদের অনেকেই ‘না’ বলেছিলেন। তবে তেলেঙ্গানার এই প্রাক্তন মন্ত্রী বলেন, ‘রাত এখনও বাকি, দেখা যাক।’