Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সাবেক সমন্বয়ককে হত্যার হুমকি, থানায় জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২

সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি

খুলনা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পিকে ৭২ ঘণ্টার মধ্যে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাপ্পির বাবা মো. লাভলু গাজীকে ফোনকল করে এই হুমকি দেওয়া হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) মহানগরীর খান জাহান খানজাহান আলী থানায় এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত ব্যক্তি তার বাবাকে তার হোয়াটসঅ্যাপে ফোনকল করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা পৌঁছে দিতে বলে। অন্যথায় ৭২ ঘণ্টা পর ছেলের মরদেহ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ওই সময় সেই দুষ্কৃতকারী নিহত আরিফ এবং বিএনপি নেতা মাহাবুবের মত করে একই কায়দায় বাপ্পিকে হত্যা করবে মর্মে হুমকি দেয়।

বিজ্ঞাপন

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। হুমকিদাতাকে আটকের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

কঙ্গোতে খনির সেতু ধসে নিহত ৩২
১৭ নভেম্বর ২০২৫ ০৮:৫০

আরো

সম্পর্কিত খবর