Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে আ.লীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ১৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৩

গ্রেফতার আসামিরা। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান ও মুক্তিযুদ্ধ মঞ্চের আল সনেটসহ ১৩ জন নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন- খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫), সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূত্রাপুর থানা ৪৪ নম্বর ওয়ার্ড বেগমগঞ্জ ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমিনুল হক ফয়সাল (৪৫), ছাত্রলীগ কর্মী মো. আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণের আইনবিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪), আওয়ামী লীগ কর্মী মো. রিপন (৩৮), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭), বরগুনা জেলা আমতলী উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. মাহবুবুল ইসলাম (৩৪), বরগুনা জেলা আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য নুসরাত জাহান লিমা (৪৬), ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি এএসএম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯), মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭) ও তিতুমীর কলেজ শাখা সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, ‘সোমবার বিকেল ৪টায় ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বাড্ডা থানাধীন লিংক রোড এলাকা থেকে কাজী আইনুল আসিফকে গ্রেফতার করে। একইদিন দুপুর ১২টা ৪৫ মিনিটে মতিঝিল থানার মেট্রোরেল স্টেশন এলাকা থেকে মোহাম্মদ নিছার আলীকে গ্রেফতার করে ডিবি। আর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থেকে মো. আমিনুল হক ফয়সালকে ও আজ মঙ্গলবার দুপুর ১২টায় বাড্ডা থেকে মো. আকাশকে এবং গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মো. মুরসালিন তালুকদারকে গ্রেফতার করে ডিবি।’

তিনি বলেন, ‘সোমবার রাত ১০টায় ডিবি সাইবার বিভাগ বনশ্রী থেকে মো. রিপন, মো. মাহবুবুল ইসলাম ও নুসরাত জাহান লিমাকে ও রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি থেকে মুহম্মদ আনিসুর রহমানকে গ্রেফতার করে। আর এএসএম আল সনেটকে রাত সাড়ে ৮টার দিকে রমনা থানার বেইলি রোড এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। এ ছাড়া, সোমবার দিবাগত রাত ১টা ২৫মিনিটে রসুলবাগ থেকে মো. বেলাল হোসেন তুহিনকে ও সকাল সোয়া ৭টায় মুগদা থেকে মো. আরশেদ আলী বিশ্বাসকে গ্রেফতার করা হয়। একইদিন সকাল সাড়ে ৬টায় রামপুরা থেকে অভিমুন্য বিশ্বাস অভিকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতার মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনা আমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এইচআই

আওয়ামী লীগ গ্রেফতার ডিবি মুক্তিযুদ্ধ মঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর