Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম চৌধুরী পাড়ার একটি মাদরাসা থেকে তুষার তানভীর (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদরাসার ৬ তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত তুষার তানভীর চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনর ছেলে।

তুষারের মামা ইলিয়াস হোসেন জানান, বর্তমানে তারা শাহজাহানপুর শান্তিবাগ মগা হাজির গলিতে থাকেন। তুষার পশ্চিম চৌধুরীপাড়ার শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়তো।

তিনি আরও জানান, সকাল ৯টার দিকে মাদরাসার কতৃপক্ষ ফোন দিয়ে জানায়, তুষার সকালে বাথরুমে ঢুকেছে, আর বের হচ্ছে না। পরে সেখানে গেলে পুলিশের সহায়তায় বাথরুমের দরজা ভেঙ্গে দেখা যায়, তুষার বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। তবে কী কারণে তুষার এ কাজ করেছে তা তাদের জানা নেই।

বিজ্ঞাপন

এদিকে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ সুরুতহাল রিপোর্টে উল্লেখ করেন, ওই শিক্ষার্থীকে আবাসিক মাদরাসার ৬ষ্ঠ তলার বাথরুমে গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাচানো প্যানের ওপর বসা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে রশি দিয়ে গলায় ফাঁস লাগানোর ফলে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

মরদেহ মাদরাসা হাতিরঝিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর