সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টসের লড়াইয়ে আজ জিতেছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাদ পড়ার দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে শ্রীলংকার জয়ে সুপার ফোরে ওঠে টাইগাররা।
সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলংকাকে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি জাকের আলির দল।
আজ জিতলে এশিয়া কাপের ফাইনাল অনেকটাই নিশ্চিত করবে বাংলাদেশ। হেরে গেলেও ক্ষতি নেই। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে জয়ই তাদের ফাইনালে পৌঁছে দিতে যথেষ্ট।