ঢাকা: বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে ‘আমরা নারী’ এবং এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ আয়োজনে স্তন ক্যানসার সচেতনতাবিষয়ক র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে যশোর সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। র্যালি শেষে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- জয়নুল আবেদীন (প্রধান শিক্ষক, যশোর জেলা স্কুল), ডা. বনি আমিন (ক্যানসার সার্জারি, সদর হাসপাতাল, যশোর), ডা. তৌহিদুর রহমান শাকিল (যশোর মেডিকেল কলেজ) এবং এম এম জাহিদুর রহমান বিপ্লব (প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক, আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট)।
‘আমরা নারী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত। সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ খাদ্য বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। সারাদেশে ধারাবাহিকভাবে আয়োজিত স্তন ক্যানসার সচেতনতা সেমিনার ও ক্যাম্পেইনের অংশ হিসেবেই যশোরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাপী সচেতনতা কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ব্যাপক কর্মসূচি পরিচালনা করছে।