Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উপদেষ্টার পদ ব্যবহার করে বেশি বরাদ্দ নিলে জবাবদিহি করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:২২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো: ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ উপদেষ্টার পদ ব্যবহার করে বেশি বরাদ্দ নিলে মানুষের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি নগরীর হালিশহরের বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মানুষ বিশ বছর ভোট দিতে পারেনি। এখন ভোটের জন্য অপেক্ষা করছে। মানুষ তার গণতন্ত্রের অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করছে। মানুষ জানে, বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এবং এই যুদ্ধে জয়ী হয়েছে। এজন্য সারাদেশে বিএনপি আর ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

বিজ্ঞাপন

সম্প্রতি এক উপদেষ্টার এলাকায় বাড়তি সরকারি বরাদ্দ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘উপদেষ্টার পদ ব্যবহার করে যত বেশি বরাদ্দ নেবে, ভোট তত বেশি কমবে। বাংলাদেশের মানুষ খুব সচেতন। এসব যারা করছে পরবর্তীতে তাদের এসবের জন্য মানুষের জবাবদিহি করতে হবে।’

এলাকাবাসীর উদ্দেশে আমীর খসরু বলেন, ‘ক্ষমতায় এলে ১৮ মাসে ১ কোটি মানুষের চাকরি, বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ আরও কর্মসূচি বিএনপি নিয়ে রেখেছে। শিক্ষাক্ষেত্রে কী হবে, স্বাস্থ্যক্ষেত্রে কী হবে, চাকরি-বাকরির ক্ষেত্রে কী হবে, আগামীদিনের বাংলাদেশে নতুন প্রজন্মের ভূমিকা কী হবে- সব পরিকল্পনা বিএনপির আছে। মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত আছি।’

এসময় অন্যান্যের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এসআর

আমীর খসরু মাহমুদ চৌধুরী জবাবদিহি বিএনপি

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর