যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ইসরায়েলি সেনাদের জন্য কিছু সেবা বাতিল করেছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার অ্যাজুর (Azure) ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর গণ নজরদারি চালানো হচ্ছিল, যা মাইক্রোসফটের সেবার শর্ত ভঙ্গ করেছে।
মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক পোস্টে জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য কিছু সেবা বন্ধ ও নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ও হিব্রু ভাষার গণমাধ্যম লোকাল কল-এর যৌথ অনুসন্ধানে প্রকাশ পায়, ইসরায়েলের গোয়েন্দা ইউনিট ৮২০০ অ্যাজুর প্ল্যাটফর্ম ব্যবহার করে গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকা ও দখলকৃত পশ্চিম তীরের লাখো ফিলিস্তিনির ফোনকল নজরদারির জন্য তথ্য সংরক্ষণ করছে।
২০২১ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা ও ইউনিট ৮২০০-এর প্রধান ইয়োসি সারিয়েলের বৈঠকের পর এই সহযোগিতা শুরু হয়। ২০২২ সাল থেকে ইউনিটটি অ্যাজুরের বিপুল ডেটা সংরক্ষণ ও কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করে ফিলিস্তিনিদের কল রেকর্ড বিশ্লেষণ এবং তা থেকে সামরিক অভিযানে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা নেয়।
ব্র্যাড স্মিথ জানান, ‘কোম্পানি দুটি নীতির ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করেছে। প্রথমত, আমরা কোনো দেশেই সাধারণ নাগরিকদের গণ নজরদারি সহজ করতে প্রযুক্তি দিই না। দ্বিতীয়ত, আমরা গ্রাহকের গোপনীয়তাকে অগ্রাধিকার দেই।’
নির্দিষ্ট কোন ইউনিটের সেবা মাইক্রোসফট বাতিল করেছে তা প্রকাশ করেনি। তবে নিশ্চিত করেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সাবস্ক্রিপশন, বিশেষত ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বাতিল করা হয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলি সেনারা ব্যাপকভাবে মাইক্রোসফটের সেবা ব্যবহার বাড়ায়। তখন ক্লাউড স্টোরেজ ও এআইনির্ভর ভাষান্তর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি চালানো হয় এবং তা লক্ষ্যবস্তু চিহ্নিত করতে সহায়ক হয়।