Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশজুড়ে ‘বিশ্ব পর্যটন দিবস’ উদযাপিত

সারাবাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি।

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। প্রতি বছরের ন্যায় এই বছরেও দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হয়েছে এই দিনটি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীসহ কুয়াকাটা, কক্সবাজার, বাগেরহাট, ইবিতে নানান কর্মসূচির আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন করা হয়।

কক্সবাজার:

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এদিন সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি। সকালে বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

র‍্যালিতে অংশ নেন বিভিন্ন পর্যটন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, পর্যটন শিল্পকে টেকসই করতে হলে সবাইকে সচেতন হতে হবে। কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে।

কুয়াকাটা:

‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যে পটুয়াখালীর কুয়াকাটায় বর্নাঢ্য র‍্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।

এদিন সকাল নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকত হয়ে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভায় মিলিত হয়।

র‍্যালিতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরিফ সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বক্তব্য দেন।

সভায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কুয়াকাটার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং জেলা প্রশাসক সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি):

‘ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফর্মেশন’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়।

এদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ এবং একইসঙ্গে কেক কেটে বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ ছাড়া, দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী। এ সময় পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘এই সাবজেক্টটি বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এ বছরের ট্যুরিজম দিবসের থিম অনেক গুরুত্বপূর্ণ। দেশে এবং বিদেশে ট্যুরিজমের ওপর কাজ করার অনেক পরিধি রয়েছে। এক সময় ট্যুরিজম সেক্টর অনেক পিছিয়ে ছিল। এর জন্য প্রশিক্ষিত দক্ষ জনশক্তি ছিল না। আমরা আশা করি এই বিভাগের শিক্ষার্থীরা ট্যুরিজম খাতকে অনেক দূর এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’

বাগেরহাট:

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল পশুর’র আয়োজনে বাগেরহাটের মোংলায় শনিবার সকালে বের হওয়া র‍্যালি পিকনিক কর্ণার প্রদক্ষিণ করে।

এরপর মোংলা ও পশুর নদীতে অনুষ্ঠিত হয় নৌ র‍্যালি। পরে হোটেল পশুর মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিবসটির আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন জোন’র ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোটেল পশুরের ইউনিট ব্যবস্থাপক মো. শাহজাহান খাঁন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, পরিবেশবিদ নুর আলম শেখ, ট্যুরিস্ট ব্যবসায়ী আ. কাদের, মো. এমাদুল, মো. দেলোয়ার, মো. আনিস, ব্যবসায়ী হাবিব মাস্টার। এ ছাড়াও, এ অনুষ্ঠানে পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন কোনো প্রকার হোটেল ও নৌযান ভাড়ার ক্ষেত্রে প্রতারণার শিকার না হয় সেজন্য পর্যটন করপোরেশন ও পর্যটন ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের গাইড থাকতে হবে। যাতে যাতায়াত, থাকার হোটেল ও ভ্রমণের নৌযানের ভাড়া নির্ধারণ থাকবে। অন্যথায়, পর্যটকের পদে পদে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়। এ ছাড়া, কোনো ট্যুরিস্ট যেন পুলিশের হয়রানির শিকার না হয় সে দাবি জানান বক্তারা।

চুয়াডাঙ্গা:

‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এ দিবসকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব- উল- ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম.সাইফুল্লাহ ও সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুন্সী আবু সাইফ।
দিবসটি উপলক্ষ্যে পর্যটনের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,’আমরা প্রচার করতে পারলে, মানুষের দৃষ্টি আকর্ষিত হবে। তাহলে ভ্রমণপিপাসুরা আসবে। পর্যটনে প্রাইভেট সেক্টরে যারা আছে তারা এগিয়ে আসলে আমরা সহযোগিতা করবো।’

সারাবাংলা/এসডব্লিউ

পর্যটন বিশ্ব পর্যটন দিবস র‌্যালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর