Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
খেলার মাঠেও অপারেশন সিঁদুর—মোদির বক্তব্যের কড়া জবাব পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

এবারের এশিয়া কাপের পুরোটা জুড়েই ছিল ভারত-পাকিস্তানের রাজনীতি। হাত না মেলানো, বিতর্কিত উদযাপন, ভারতের ট্রফি না নেওয়া; টুর্নামেন্টের শেষটাও হয়েছে রাজনৈতিক বিতর্কেই। এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ভারতের এই জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা টুইটের কড়া জবাবও দিয়েছে পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ নাকভি।

কাশ্মীর ইস্যুতে এশিয়া কাপের শুরু থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে চলছিল অঘোষিত দ্বন্দ্ব। তিনবারের দেখায় সূর্যকুমার যাদবের দল হাতও মেলায়নি সালমানের দলের সঙ্গে। রউফের রাফায়েল বিমান ভূপাতিত করার উদযাপন, ফারহানের বন্দুক উদযাপন এই আগুনে ঘি ঢেলেছে।

বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ছিল নাটকে ভরপুর। পিসিবি ও এসিসি চেয়ারম্যান নাকভির থেকে ট্রফি ও মেডেল নেয়নি ভারত। ট্রফি ছাড়াই তারা চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন করেছেন।

ভারতের এই জয়ের পর মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘খেলার মাঠেও অপরাশেন সিঁদুর। ফলাফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’

মোদির এমন টুইটের পর সেটার জবাবে নাকভি লিখেছেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।’

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ নরেন্দ্র মোদি ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর