মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকায় পশ্চিম কুমারভোগ জামে মসজিদ সংলগ্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি দোকান পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকারও বেশি ছাড়িয়ে যেতে পারে। তবে, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীনগর ও লৌহজং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. সেলিম বলেন, ‘আমরা রাতের বেলা হঠাৎ চিৎকার শুনে দৌড়ে যাই। দেখি আগুন একের পর এক দোকানে ছড়িয়ে পড়ছে। সবাই মিলে পানি ঢালার চেষ্টা করি, কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।’ পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।