Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুর-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট শিগগিরই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষের গণশুনানি। ছবি: সংগৃহীত

নীলফামারী: বিমানবন্দর ব্যবহারকারীদের জন্য সেবার মান উন্নয়ন এবং যাত্রীদের অভিজ্ঞতা জানতে গণশুনানির আয়োজন করে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সৈয়দপুর বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে এই গণশুনানিতে বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি, অংশীজন এবং যাত্রীরা অংশ নেন। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান।

তিনি বলেন, যাত্রীসেবা বাড়াতে এবং ফ্লাইট ভাড়া নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিমানবন্দরের এয়ারফিল্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে বলে এসময় উল্লেখ করেন তিনি। এক যাত্রীর প্রশ্নের জবাবে তিনি বলেন, সৈয়দপুর থেকে শিগগিরই চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

গণশুনানিতে অংশ নেওয়া যাত্রী নজরুল ইসলাম বলেন, বিদেশফেরত যাত্রীদের কাছে বকশিশ চেয়ে আনসার সদস্যরা বিড়ম্বনায় ফেলেন। এছাড়া ট্রলি সংকট, ব্যাগেজ হারানোর ঘটনা নিত্যনৈমিত্তিক। এসব সমস্যা দ্রুত সমাধান চান যাত্রীরা। যাত্রীদের এসব অভিযোগ দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক ইফতেখার জাহান হোসেন, মানব সম্পদ ও সাধারণ প্রশিক্ষণ বিভাগের উপ পরিচালক আবিদুল ইসলাম।

এছাড়া সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি

সরাসরি ফ্লাইট সৈয়দপুর-চট্টগ্রাম রুট

বিজ্ঞাপন

সোনার বারসহ পাচারকারী নারী আটক
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪

আরো

সম্পর্কিত খবর