Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৯

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবক খুন হয়েছে। এই ঘটনায় তার বাবা সাগর খান আহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মিরপুর ১২ সি ব্লকের ৯ নম্বর রোডে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত রিফাতের বাবা সাগর খান জানান, তাদের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে। বর্তমানে মিরপুর ১২ নস্বর সেকসনের ডি ব্লকের ২৫ নম্বর রোডে থাকেন।

তিনি আরও জানান, দুপুরে রিফাত একটি কাজে শেওড়াপাড়া যাচ্ছিল। পরে আমার কাছে ফোন আসে রিফাতকে মিরপুর ১২ পুরাতন থানার সামনে রাস্তায় ১৫ থেকে ২০ জন যুবক আটকে রেখেছে। পরে সেখানে গিয়ে রিফাতকে আটকে রাখার কথা জিজ্ঞেস করলে তারা জানায় টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলা আছে। পরে দুইটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে রিফাতের বুকের মাঝে ছুরিকাঘাত করে। রিফাতকে বাঁচাতে গেলে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রিফাতকে দ্রুত স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায় সে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, যারা আমার ছেলেকে খুন করেছে, তাদের কাউকে আমি চিনি না। রিফাতের সাথে কি নিয়ে দ্বন্দ্ব তাও জানাতে পারে নাই।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে ওই যুবককে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকের মাঝখানে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই যুবকের বাবার পিঠে আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে

খুন ছুরিকাঘাত যুবক

বিজ্ঞাপন

বিএসটিআই’র ক্যালিব্রেশন ফি হ্রাস
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮

আরো

সম্পর্কিত খবর