Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২২

হাসপাতালে স্বজনদের ভীড়। ছবি: সংগৃহীত

পাবনা: পাবনার ঈশ্বরদীতে তিন ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাবনা-পাকশী সড়কের সাহাপুর এলাকায় এবং দুপুরের দিকে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পাকশী আবাসিক এলাকায় মুচিপাড়া মন্দিরের সামনের সড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয়রা জানান, আওতাপাড়া থেকে রুপপুর অভিমুখে সিএনজি অটোরিকশাযোগে কিশোরী মনিরা খাতুন রুপপুর যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি সাহাপুর মন্ত্রী মোড় এলাকায় সজোড়ে ব্রেক করলে মনিরা ছিটকে পড়ে শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিরা খাতুন ( ১৫) চর কুরুলিয়া মনিরুল ইসলামের মেয়ে।

বিজ্ঞাপন

অপরদিকে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আবাসিক এলাকায় মুচিপাড়া মন্দিরের সামনের সড়কে ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আলিম পিয়ারুল লাল (১০)। সে সাঁড়া ঝাউদিয়া এলাকার কোরবান আলীর নাতীর ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/জিজি

ঈশ্বরদী পৃথক সড়ক দুর্ঘটনা শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর