Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে পাচারের সময় ৮৫০ বস্তা সিমেন্টসহ গ্রেফতার ২৪

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১

মিয়ানমারে পাচারের সময় ৮৫০ বস্তা সিমেন্টসহ গ্রেফতার ২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে কোস্টগার্ড দুই নৌকায় অভিযান চালিয়ে ৮৫০ বস্তা সিমেন্টসহ ২৪ জনকে গ্রেফতার করেছে। কোস্টগার্ড জানিয়েছে, এসব সিমেন্ট মিয়ানমারে পাচার করে বিনিময়ে মাদক আনার পরিকল্পনা হয়েছিল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গরে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১টার দিকে গভীর সাগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কার্গো বোট থেকে ফিশিং বোটে স্থানান্তরের সময় ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। পাচার কাজে ব্যবহৃত দুটি বোটসহ ২৪ পাচারকারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

কোস্টগার্ডের ভাষ্য, শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব সিমেন্ট মিয়ানমারে পাচার করা হচ্ছিল। এর বিনিময়ে মাদক আনার পরিকল্পনা করেছিল পাচারকারীরা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর