Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে গান পাউডারসহ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৮

মো. খাইরুল ইসলাম

ঢাকা: রাজধানীর আশুলিয়া থেকে গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী মো. খাইরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমশিনার (ডিএমপি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার ভোরে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এর একটি নির্মাণাধীন ভবন হতে ১৩৮০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।’

তালেবুর রহমান বলেন, ‘গ্রেফতার খাইরুল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী সম্প্রতি রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত গান পাউডারের উৎস অনুসন্ধান এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

আওয়ামী লীগ গ্রেফতার ডিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর