Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলেকে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৮

সুব্রত মন্ডলের খোঁজে তল্লাশি অভিযান। ছবি: সংগৃহীত

বাগেরহাট: সুন্দরবনের করমজল খাল থেকে এক জেলেকে নিয়ে গেছে কুমির। জেলের লাশের সন্ধানে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, অন্যান্য দিনের মত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনে কাঁকড়া ধরতে যায় জেলে সুব্রত মন্ডল (৩২)। কাঁকড়া ধরে ফেরার পথিমধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে সে সাঁতরে করমজল খাল পার হচ্ছিল। তখন একটি কুমির তার উপর আক্রমণ চালিয়ে কামড়ে ধরে পানিতে ডুব দেয়। তখন তার সঙ্গে থাকা জেলে সোহেল বিশ্বাস, জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস টেনে হিঁচড়ে কুমিরের মুখ থেকে সুব্রতকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা বনবিভাগ ও সুব্রতর পরিবারকে খবর দেন। খবর পেয়ে বনবিভাগ ও সুব্রতর পরিবারসহ গ্রামবাসী লাশের সন্ধানে তল্লাশি চালান।

বিজ্ঞাপন

তল্লাশি দলে থাকা ইস্রাফিল বয়াতি বলেন, ‘সন্ধ্যার আগ মুহুর্তে আমরা দেখেছি কুমিরের মুখে রয়েছে সুব্রত। তবে সুব্রতকে খায়নি কুমিরটি, মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে কুমিরটি ভাসছে। আমরা সেখানে রয়েছি, রাত হয়ে যাওয়ায় আলোর ব্যবস্থা করছি। আর এখন ভাটায় খালের পানি নামলে আমরা খালে নেমে তল্লাশি চালাচ্ছি।’

ইস্রাফিল বয়াতি আরো বলেন, ‘সুব্রত পূর্ব ঢাংমারী গ্রামের কুমুদ মন্ডলের ছেলে। সে পেশার একজন জেলে, কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন। সুব্রত বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন। তার পরিবার যেন বনবিভাগের কাছ থেকে অনুদান পায় আমরা সেই দাবি জানাই।’

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, যেসব জেলে পাস নিয়ে বনে গিয়ে বাঘ ও কুমিরের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারান তাদেরকে সরকারি অনুদান দেওয়া হয়। পাস ছাড়া কেউ নিহত হলে তাদেরকে সহায়তা প্রদাণ করা হয় না।

সারাবাংলা/জিজি

কুমির জেলে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর